সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪২

চাঁপাইনবাবগঞ্জে  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩  

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ আর্বিভাব তিথী শ্রী শ্রী জন্মাষ্টমী ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে বুধবার সকাল দশটায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও -এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন- পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক মিলন কুমার দাস -এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ডাবলু কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, ব্রক্ষচারী শ্রীমান নীলাচলেশ্বর নারায়ণ দাস, ইসকন চাঁপাইনবাবগঞ্জের প্রচারক শ্রী আশ্রয় নরোত্তম দাস।
এসময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার লক্ষণ চন্দ্র দাস, জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ও বারঘরিয়া নতুন বাজার দুর্গা মন্দির কমিটির সভাপতি ভবসুন্দর পাল, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক রানা প্রতাপ আচার্য্য প্রমুখ।

এই বিভাগের আরো খবর